কোচবিহার জেলার দিনহাটা নাজিরহাট গগন সাহা মোড় এলাকা থেকে বিপুল পরিমাণে কফ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট সহ একজনকে গ্রেপ্ততার করলো সাহেবগঞ্জ থানার পুলিশ। রবিবার সকাল নাগাদ সাহেবগঞ্জ থানার তরফ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে সাহেবগঞ্জ থানা পুলিশ ওই এলাকায় একটি মোটরসাইকেল আটক করে সেই মোটরসাইকেল চালককে জিজ্ঞাসাবাদ শুরু করে। তাকে জিজ্ঞাসা করতেই ওই ব্যক্তির কাছ থেকে ৯৮ বোতল কফ সিরাপ ও ১৫ গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। ঘটনায় আলম হোসেন নামে দীঘলটারি এলাকার এক ব্যক্তিকে গ্রেফতার করে। দিনহাটা ২ নং ব্লকের বিডিওর উপস্থিত বাজেয়াপ্ত করার প্রক্রিয়া সম্পন্ন হয়ে বলে জানা গেছে।
