কোচবিহার রাজ্যের ভারত ভুক্তি দিবস উদযাপন করল দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন।শুক্রবার কোচবিহার সুকান্ত মঞ্চে একটি সভার মধ্য দিয়ে এই দিনটি পালন করে এই সংগঠন।
১৯৪৯ সালের ১২ই সেপ্টেম্বর কোচবিহারকে গ শ্রেণীর রাজ্য হিসেবে মান্যতা দিয়ে ভারত ভুক্তির চুক্তি হয় ভারত সরকার ও কোচবিহারের শেষ মহারাজা জগৎ দীপেন্দ্র নারায়ণ ভুপ বাহাদুরের। ঐতিহাসিক দিনটি ঐতিহাসিক ভারত ভুক্তি দিবস হিসেবে পালন করা হচ্ছে। চুক্তি না মেনে কোচবিহারকে পশ্চিমবঙ্গ সরকার জেলা বানিয়ে শোষণ করে চলেছে। তাই নিজেদের অধিকার কোন প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়েই এদিনের এই দিনটি পালন করা হচ্ছে বলে জানান এই সংগঠনের নেতৃত্বরা।
