দিনের আলোতে ঘুরে বেড়াচ্ছেন ২০ থেকে ২৫ টি হাতির একটি দল। রবিবার ভোরবেলা স্থানীয় বাসিন্দারা দেখতে পান ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে গেরগান্ডা ব্রিজের নিচে হাতির দলটিকে। স্থানীয়রা বনদপ্তরকে খবর দিলে ঘটনাস্থলে বনদপ্তরে কর্মীরা পৌঁছে। হাতির দলটিকে জঙ্গলমুখী করার চেষ্টা করে । হাতির দল দেখতে স্থানীয় মানুষেরা ভিড় জমায়েত করে এশিয়ান হাইওয়ে গেরগান্ডা ব্রিজ সংলগ্ন এলাকায়। বনদপ্তরের কর্মীরা এদিন সকাল থেকে মাইকিং করে সাধারণ মানুষদেরকে সতর্ক করে।
