এ রাজ্যে প্রশাসনের সম্পূর্ণ রাজনীতিকরণ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। এই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালী পুজোতে জুতো খুলে উর্দি পড়ে খিচুড়ি বিলি করে। এই পুলিশ পারলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে। যে পুলিশ বাড়িতে নিজের দিদিকে দেখেনা সে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি বলে গলা ফাঠাচ্ছে।

বৃহস্পতিবার বিজেপি কোচবিহার জেলা সদর কার্যালয়ে দুর্গা পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করে এ কথা বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন সন্ধ্যায় এসে পৌঁছন প্রতিমন্ত্রী। এরপর তিনি উদ্বোধন করেন দলীয় কার্যালয়ের এই পুজোর। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হন সুকান্ত মজুমদার।