শুভ ষষ্ঠীর মহালগ্নে, এবিভিপি উত্তরবঙ্গ প্রদেশের শিলিগুড়ি মহানগরের উদ্যোগে বুকস্টলের শুভ উদ্বোধন হলো। উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উত্তরবঙ্গ প্রান্ত প্রচারক শ্রী শ্যামাচরণ রায় মহাশয়, এবিভিপির প্রদেশ সম্পাদক শ্রী দীপ্ত দে সহ অন্যান্য কার্যকর্তারা।
এই বুকস্টল বিকেল ৪টা থেকে সারা রাত্রি খোলা থাকবে।
