নিজস্ব সংবাদদাতা: এনবিএসটিসির গাড়ির চালককে মারধর।লোহার রড দিয়ে চালককে আঘাতের অভিযোগ।ঘটনায় গুরুতর আহত হয় সংস্থার চালক।আহত ওই চালকের নাম আলমগীর রহমান। আহত ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে। এহেন দুষ্কৃতী হামলাকে কেন্দ্র করে উদ্বিগ্ন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়.ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান পার্থ প্রতিম রায়.কোচবিহারের খাগড়াবাড়ি এলাকার ঘটনা,ঘটনাকে কেন্দ্র তীব্র চাঞ্চল্য গোটা এলাকায়।

উল্লেখ্য, প্রতিদিনের ন্যায় এদিনও কোচবিহার থেকে ভোর সাড়ে পাঁচটা নাগাদ উত্তরবঙ্গ মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা দেয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের একটি বাস। বাসটি খাগড়া বাড়িতে পৌঁছলে সেখানে একটি পিকআপ ভ্যান এসে ওই বাসটির ধাক্কা দেয় বলে খবর। পরবর্তীতে পিকআপ ভ্যানের চালকের সাথে কথা বলেন ওই গাড়িতে থাকা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কর্মীরা। সেই মুহূর্তে বেশ কিছু দুষ্কৃতী এসে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চালক আলমগীর রহমানের ওপর অতর্কিতে লোহার রোড নিয়ে হামলা চালায় বলে অভিযোগ।এই হামলার ঘটনায় গুরুতর আহত হয় সংস্থার চালক আলমগীর রহমান। পরবর্তীতে আহত ওই চালককে সংস্থার কর্মীরা উদ্ধার করে কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। এদিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আহত চালক আলমগীর রহমানের চিকিৎসার খোঁজ নিতে এম.জে.এন মেডিকেল কলেজ ও হাসপাতালে যান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতীম রায়। গোটা বিষয়টি পুলিশ সুপার সহ প্রশাসনকে জানানো হয়েছে বলে জানান তিনি। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করার দাবী করেন তিনি।