DIGITAL BANGLA NEWS

আপনার এলাকার খবর

এনআরসি নিয়ে কোচ রাজবংশীদের আতঙ্কের কারণ নেই, জানালেন বিজেপি কোচবিহার জেলা সভাপতি

এনআরসি নিয়ে কোনরকম আতঙ্কের কারণ নেই, কারন কোচ রাজবংশী সম্প্রদায়ের মানুষকে আসাম রাজ্যের সরকার আসামের স্থায়ী বাসিন্দা হিসেবে স্বীকৃতি দিয়েছে। সম্প্রতি দিনহাটার উত্তম কুমার ব্রজবাসীর কাছে আসাম সরকারের পেশ করা এনআরসি চিঠি নিয়ে যে বিতর্ক দেখা দিয়েছে। তার পরিপ্রেক্ষিতেই বুধবার বিজেপি কোচবিহার জেলা সদর দপ্তরে সাংবাদিক বৈঠক করে একথা জানালেন বিজেপি কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন।
বিধায়িকা মালতি রাভা এবং বিজেপি মহিলা নেত্রী মিনতি ঈশোরকে পাশে বসিয়ে অভিজিৎ বর্মন বলেন, ২৯ হাজার কোষ রাজবংশী নিয়ে যে মামলা হয়েছিল আসামে তা প্রত্যাহার করে নিয়েছে আসাম সরকার।

এবং এই কোচের রাজবংশীদের স্থায়ী বাসিন্দা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে আসাম সরকারের পক্ষ থেকে। তিনি বলেন, কোচবিহার জেলা দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীর কাছে আসাম সরকারের পাঠানো এনআরসির চিঠি কোচবিহার পুলিশ সুপারের দপ্তরে এসেছিল ২০২৪সালের ৩০নভেম্বর এরপর ২০২৪ সালের ২৪শে ডিসেম্বর দিনহাটা থানায় এই চিঠি যায়, আর এরপর বিষয়টি মিটে যায়। এরপরও তৃণমূল কংগ্রেস নতুন করে এই বিষয়টিকে সামনে এনে এনআরসি নিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে। মিথ্যে প্রচার করে রাজবংশী ভোট পাওয়ার জন্য এ সমস্ত করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে বলে এদিন অভিযোগ করেন অভিজিৎ বর্মন।

শেয়ার করুন...

Facebook
Twitter
WhatsApp
Telegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নতুন খবর আবার পড়ুন