এনআরসির বিরুদ্ধে বিরোধিতা করে ১৭ নম্বর জাতীয় সড়ক ফালাকাটার মেইনরোড ট্রাফিক মোড়ে অবস্থান বিক্ষোভ শুরু করলো তৃণমূলের ফালাকাটা টাউন ব্লক কমিটি l সম্প্রতি ফালাকাটা সহ বেশ কয়েকটি জায়গায় এনআরসির নোটিশ আশায়, এবং অসম সরকার বাংলায় বসবাসকারী নাগরিকদের এনআরসির নোটিশ পাঠানোর প্রতিবাদে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি বলে জানা যায় l
