সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এনআরসির নোটিশ হাতে পেলেন ফালাকাটার গৃহবধূ অঞ্জলি শীল । শুক্রবার সকালে তাঁর বাড়িতে নোটিসটি এসে পৌঁছয়। তবে তা হাতে পেয়ে সন্দেহ প্রকাশ করেছেন অঞ্জলি শীল । নোটিসটা আসল কি না তা আগে খতিয়ে দেখতে চাইছেন তিনি । অসম ফরেনার্স ট্রাইব্যুনালে গিয়ে এর সত্যতা যাচাই করর প্রস্তুতি নিচ্ছেন অঞ্জলি । ফালাকাটার জটেশ্বরের অঞ্জলি শীলকেও অসম ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে নোটিস পাঠানোর খবর সামনে আসে । তবে নোটিশ পেয়েছেন শুক্রবার সকালে ।

যা নিয়ে শুরু হয়েছে ঘোর রাজনৈতিক তরজা l তৃণমূলের আলিপুরদুয়ারের বিধায়ক ফালাকাটায় তৃণমূলের দলীয় কার্যালয়ে এসে সাংবাদিকদেড় বলেন, ঠিকানা ভুলের জন্য কোচবিহার হয়ে আলিপুর হয়ে তারপরে চিঠি এসেছে সেই কারণেই দেরি হয়েছে এটা নিয়ে ফালাকাটার বিভাগ দীপক বর্মন রাজনীতি করছে ওরা বাংলার মানুষদের হয়রানি করছে। আমাদের মুখ্যমন্ত্রী এদের সকলের পাশে আছে l ফালাকাটার বিধায়ক দীপক বর্মন বলেন, এটা নিয়ে মুখ্যমন্ত্রী ভারত ভাগ করতে চাইছেন, রাজনীতি করছেন, অঞ্জলি শীলের কাছে সমস্ত ডকুমেন্টটি আছে তারা এটি গিয়ে শুধু দেখালেই হবে আমরা এনাদের পাশে আছি কোন ভয়ের কারণ নেই l