এক ষাঁড়কে ছুড়ি মেরে প্রাণে মারার চেষ্টা।গুরতর জখম ষাড় ধর্মের নামে ছেরে দেওয়া ষাঁড় গরুটি । এমনই ঘটনাটি ঘটেছে আলিপুয়দুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের পাকরিগুড়ি উত্তরপাড়া এলাকায় শনিবার সন্ধ্যায় ছুড়ি বৃদ্ধ অবস্থায় এক ষাঁড়কে দেখে মুহুর্তের মধ্যে তিব্র চাঞ্চল্য ছড়ায় । জানাগিয়েছে অজ্ঞাত পরিচয় কিছু দুস্কৃতী একটি ধর্মের ষাঁড়কে ছুড়ি মেরে প্রাণে চেষ্টা করে বলে অভিযোগ।

আহত ষাঁড়টি প্রাণ বাঁচাতে সাধারণ মানুষ ছুটে আসে এবং ষাঁড়টিকে আটকে রেখে পশু চিকিৎসককে খবর দেওয়া হয় । খবর ছড়িয়ে পড়তেই, শতাধিক মানুষ ভির জমায় এলাকায়। খবর পেয়ে কুমারগ্রাম থানার বারবিশা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং এলাকার যুবকদের সহায়তায় পশু চিকিৎসক আহত ষাঁড়টির শরীর থেকে ছুড়ি বের করে কাটা জায়গায় সেলাই করে দেওয়া হয় । চিকিৎসার পর পুনরায় ষাঁড় গরুটিকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে আহত ষাঁড়টি সুস্থ স্বাভাবিক রয়েছে বলে জানাগিয়েছে।