দক্ষিণ দিনাজপুরের তপন চৌমুহনী এলাকায় আশিক সরকার নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার চৌমুহনী এলাকার একটি ধান ক্ষেতে আশিকের দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন। এরপর তার পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে তপন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃতের পরিবারের অভিযোগ, আশিককে খুন করা হয়েছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট পুলিশ মর্গে পাঠায়। বুধবার দুপুর দুটো নাগাদ ময়নাতদন্ত সম্পন্ন হয়। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা না হলেও তদন্তে নেমেছে পুলিশ।
