পুকুরে স্নান করতে নেমে সলিল সমাধি হলো এক যুবকের । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হলদিবাড়ি ব্লকের উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন বগরিবাড়ী এলাকায়। জানা গিয়েছে মৃত যুবকের নাম রাজিব প্রামানিক। বয়স 21 বছর। পরিবারের সদস্যদের দাবি, রাজীব চোখে কম দেখত। এদিন দুপুরে প্রতিবেশী এক শিশু বাড়িতে এসে খবর দেয় যে রাজীব মসজিদের কাছে থাকা পুকুরের পড়ে গিয়েছে। তৎক্ষণাৎ পরিবারের সদস্য সহ প্রতিবেশীরা এসে পুকুরের জলে নেমে তাকে খুঁজতে শুরু করে।এরপর তাকে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বুধবার মাথাভাঙ্গা হাসপাতালে ময়নাতদন্তের পর দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
