বাইক থামতে বলে এক যুবককে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় ঘটনাস্থলেই অচৈতন্য অবস্থায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ওই যুবক। তার বন্ধুরা এসে তাকে উদ্ধার করে নিয়ে আসে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে। তার মাথায় একাধিক সেলাই পড়েছে। ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল থেকে এসে ওই যুবক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিস। আহত যুবকের বাইকেও হামলা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির ব্যাঙকান্দি এলাকায়।
আহত যুবক উমেশ রায় বলেন, আমাদের গ্রামের একজন মারা গিয়েছে। শেষকৃত্য সম্পন্ন করে আমি ডাক সেলুনের দোকানে যাচ্ছিলাম। সেই সময় এক ব্যক্তি যার সাথে আমার কোন শত্রুতা নেই তিনি আমাকে গালিগালাজ শুরু করেন। আমার বাইকের আওয়াজ নাকি তার পছন্দ নয় এমন কথা তিনি জানান। আমি তার কথার কর্ণপাত না করে সেলুনে চলে যাই। সেখান থেকে বাড়ি ফেরার পথে সোমবার দুপুরে প্রতিবেশী এক ব্যক্তি আমার পথ আটকান। কিছু বোঝার আগেই আক্রমণ করেন।বাঁশ দিয়ে মাথায় মারেন। এরপর আমি অজ্ঞান হয়ে যাই। পরবর্তীতে দেখতে পাই আমি হাসপাতালে। আমার বন্ধুরা আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছিল। আমি অভিযুক্তর কঠোর শাস্তি চাই।
এদিকে এই বিষয় নিয়ে অভিযুক্ত সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা যায়নি।
