মাথাভাঙ্গা ৯ নং ওয়ার্ডে এন,বি,এস,টি,সি বাস ডিপোর পাশে এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। স্থানীয় সূত্রে খবর এদিন সকালে ডিপোর পাশে একটি জলাশয়ে দেহ ভাসতে দেখেন এলাকাবাসীরা।এরপর খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় এলাকায়, ছুটে আসেন ডিপোর কর্মীরা এবং পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে আসে মৃত ওই ব্যক্তির পরিবারের সদস্যদের পাশাপাশি মাথাভাঙ্গা থানার পুলিশও।

জানা গেছে মাথাভাঙ্গা এন,বি,এস,টি,সি ডিপোর একজন ঠিকা শ্রমিক তার নাম দেবী দাস,তিনি মাথাভাঙ্গা আমলাপাড়া এলাকার বাসিন্দা।পুলিশ সূত্রে খবর মৃতদেহের ময়নাতদন্তের পর রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।