
তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে চিলাখানা হাইস্কুলের পার্শ্ব শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জায়গির চিলাখানা টাকোয়া মারি এলাকায়। ঘটনায় সোনা, রুপা ও কিছু নগদ টাকা নিয়ে যায় চোর বা চোরের দল। ঘটনাটি শনিবার রাতের ঘটনা এবং খবর পেয়ে রাতেই তদন্তে নামে তুফানগঞ্জ থানার পুলিশ।

জানাগিয়েছে জায়গির চিলাখানা টাকোয়া মারি এলাকার বাসিন্দা নীলকুমার সরকারের বাড়িতে শনিবার রাতে চুরি হয় ।নিলকুমার বাবু জানান সন্ধ্যায় স্বামী স্ত্রী দুজনেই কদম তলা বাজারে গিয়েছেন।রাতে বাড়িতে ফিরে দেখেন ঘরের দরজার তালা ভাঙ্গা অবস্থায় ঘরের দরজা খোলা রয়েছে। ঘরের আলমারি , সোকেজ খোলা এবং সব কিছু লণ্ড ভন্ড অবস্থায় রয়েছে। ঘরে রাখা চার ভরি সোনার গহনা, প্রায় পাঁচ ভরি রুপার গহনা ও প্রায় হাজার পাঁচেক টাকা নিয়ে যায় চোর বা চোরের দল।ঘটনায় রীতিমত হতবাক হয়ে পড়েন নীলকুমায় বাবু। খবর ছড়িয়ে পড়তেই ভীর জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু করেছে।