এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায়, পেউলাগুড়ী এলাকায় চাঞ্চল্য । বৃহস্পতিবার সকালে স্থানীয় সূত্রে জানা গিয়েছে , ভোরে সাগরিকা বর্মন নামের ওই গৃহবধূর শোবার ঘরে তার ঝুলন্ত দেহ পরিবারের সদস্যরা দেখতে পান । বাড়ীর লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দিনহাটা থানার পুলিশকে খবর দেন। দিনহাটা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে কি ভাবে ওই গৃহবধূর মৃত্যু হল তা জানা যায়নি, খুন নাকি আত্মহত্যা দিনহাটা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
