ফাঁসিদেওয়ার তিস্তা ক্যানেল থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার। জানা গিয়েছে, এদিন সকালে হাইড্রোল প্রজেক্টের কর্মরত নিরাপত্তারক্ষীরা দেখতে পান মৃতদেহ ভেসে রয়েছে। এই দেখে তড়িঘড়ি নিরাপত্তারক্ষী খবর দেন তিস্তা ক্যানেল হাইডোল প্রজেক্টের আধিকারিকদের ও ফাঁসিদেওয়া থানার পুলিশ। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফাঁসি দেওয়া থানার পুলিশ। এরপর পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। তবে কিভাবে মৃত্যু হল তা নিয়ে ধন্দ্ব তৈরি হয়েছে। ফাঁসিদেওয়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হল তা ময়নাতদন্তের পরে জানা যাবে।
