ইদে মিলাদুন্নবী উপলক্ষে শহর ভরে উঠেছিল আনন্দের স্রোতে। আওয়াজ, স্লোগান, ভক্তদের ভিড়—সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ। কিন্তু ঝংকার মোড়ে সেই আনন্দ মুহূর্তেই পরিণত হলো আতঙ্কে।
শোভাযাত্রার মাঝে হঠাৎ ভেঙে পড়ে সাউন্ড বক্স ও ট্রাসের কাঠামো। গাদাগাদি ভিড়ে চাপা পড়েন বহু মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ সবকিছু ঘটে যাওয়ায় কেউ কিছু বুঝে ওঠার আগেই চিৎকার-চেঁচামেচি শুরু হয়। আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে আরও আহত হন অনেকে।

সবচেয়ে বেশি চোট পেয়েছে এক শিশু। তড়িঘড়ি তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রায় ৪০ জন কমবেশি আহত হয়েছেন বলে জানা গিয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, এত বড় শোভাযাত্রার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি—“উৎসব আমাদের সবার, কিন্তু নিরাপত্তা থাকলে আজকের এই দুর্ঘটনা ঘটত না।”
উৎসবের আবহে ঘটে যাওয়া এই বিপত্তি যেন ছায়া ফেলল আনন্দের আকাশে। এখন শহরবাসীর একটাই আশা— ভবিষ্যতে যেন ধর্মীয় উৎসব নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশেই পালিত হয়।