সপ্তমীর দিন কালচিনি এলাকায় বিজেপির পক্ষ থেকে পত্রিকা উন্মোচন করা হল। এই পত্রিকায় কালচিনি বিধায়ক বিশাল লামা বিগত চার বছরে এলাকার সার্বিক উন্নয়নের জন্য কি কি কাজ করেছে এছাড়া এলাকার জনগণের জন্য কি কি কাজ করেছে এই সমস্ত বিষয় পত্রিকায় স্থান পেয়েছে।
এদিন পত্রিকার উন্মোচন করেন বিজেপি আলিপুরদুয়ার জেলা সভাপতি মিঠু দাস এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি জেলা সাধারণ সম্পাদক, বিজেপি জেলা ও মণ্ডল নেতৃত্বরা ও কালচিনি বিধায়ক বিশাল লামা।
