বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ শিলিগুড়ি শহরের উন্নয়নের জন্য খরচ করতে পারছেন না শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ।
আজ শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে নানান ক্ষোভ ব্যক্ত করেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ।
শংকর বাবু বলেন, প্রতিবছর বিধায়ক উন্নয়ন তহবিলের ৬০ লক্ষ টাকা তিনি পান, কিন্তু শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন এবং শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির অসহযোগিতার জন্য তিনি সেই অর্থ খরচ করতে পারছেন না।

শংকর ঘোষের অভিযোগ, শিলিগুড়ি মিনিসিপাল কর্পোরেশনকে নানান কাজের খতিয়ান বানিয়ে দেওয়ার পরেও শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন সেই সমস্ত কাজের বিষয়ে এক পা এগোয়নি।
কেবল মাত্র শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন নয়, এসজেডিএ ও শিলিগুড়ির বিধায়কের নানান উন্নয়ন কর্মসূচির কাজগুলিকে প্রাধান্য দিচ্ছে না।
বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ দিয়ে শিলিগুড়ি শহরের মানুষের জন্য কোনো কাজ করতে পারছেন না শংকর ঘোষ।
এর ফলে শিলিগুড়ির মানুষ নানান পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ শংকর ঘোষের।
শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ বলেন, রাস্তাঘাট, নালা নর্দমা, বৈদ্যুতিক আলো স্তম্ভ, কুয়ো সংস্কার সহ নানান কাজের জন্য তিনি শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনকে চিঠি দিয়েছিলেন। কিন্তু বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ দিয়ে সেই সমস্ত কাজ করার কোন আগ্রহ দেখাচ্ছেনা শিলিগুড়ি পৌরনিগম।