পুজোর আগে শহরের একাধিক জায়গা থেকে মোবাইল চুরি, ছিনতাই ও হারিয়ে যাওয়ার অভিযোগ উঠছিল। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ৷ এখনও পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে চুরি ও হারিয়ে যাওয়া ৩৫টি স্মার্ট মোবাইল বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে পুলিশ বলে দাবি। পুজোর আগে প্রকৃত মালিকদের থানায় ডেকে প্রত্যপর্ণ নামে এক কর্মসূচির মধ্য দিয়ে মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুরি কিংবা হারিয়ে যাওয়া মোবাইল বেশিরভাগ ক্ষেত্রে দ্রুত ব্যবহার করতে দেখা যায় না।

এই কারণে অনেক ক্ষেত্রে মোবাইল বাজেয়াপ্ত করতে সময় লেগে যায়। কিছু মোবাইল কয়েক মাস আগে চুরি হয়েছিল, কিছু মোবাইল এক বছর আগে চুরি হয়। সোমবার জলপাইগুড়ি কোতয়ালি থানায় একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে একাধিক চুরি ও হারিয়ে যাওয়া বাজেয়াপ্ত মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএসপি (সদর) পার্থ কুমার সিংহ, আইসি সঞ্জয় দত্ত সহ অন্যান্য পুলিশ কর্মীরা।
হারিয়ে যাওয়া মোবাইল হাতে পেয়ে খুশি শহরের বাসিন্দা রবিন রায়।