দফায় দফায় ৫৪,২৪,০০০ টাকা অনলাইনে লক্ষী লাভের আশায় বিনিয়োগ করেন অশোনগরের বাসিন্দা সুব্রত মন্ডল। প্রথম দফায় কিছু অর্থের বিনিয়োগে যথেষ্ট লাভ তুলে নিতে চাইলে আরো টাকা বিনিয়োগ করতে বলা হয় অভিযোগকারীকে।সেই মোতাবেক প্রায় ৫৪,২৪,০০০ টাকা বিনিয়োগের পর লাভের অঙ্ক গিয়ে দাড়ায় প্রায় দেড় কোটি টাকায়। সেই টাকা তুলতে গেলে অনলাইন অ্যাপ বন্ধ হয়ে যায়।

এরপর ট্রেড ইনভেস্টমেন্ট এজেন্টের সঙ্গে কথা বলে সেই টাকা তুলতে চাইলে,হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি অনলাইন অ্যাপ ইন্সটল করতে বলা হয়। অভিযোগ সেখান থেকেই হাতিয়ে নেয়া হয় তার লগ্নির টাকা। গোটা ঘটনার বিষয়ে বারাসাত সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা প্রতারিত যুবক। পুলিশ তদন্ত নেমে, গতকাল গভীর রাতে পাক স্টিট এলাকা থেকে প্রতারক নূর আহমেদকে গ্রেফতার করে। পাশাপাশি ১০ লক্ষ টাকা উদ্ধার করে তার থেকে। আজ অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বারাসাত জেলা আদালতে পেশ করা হয়েছে। পুলিশে হেফাজত মঞ্জুর হলে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে প্রকাশ্যে আসতে পারে আরো কে কে এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত।