এলাকার একটি উৎসবে বাজনা বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝামেলা বচসা ব্যাপক মারপিট। গুরুতর জখম-৪, এলাকায় ব্যাপক উত্তেজনা।
উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার হাড়োয়া থানার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের গোবেড়িয়া এবং বয়ারকোর্ট গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, আজ এলাকায় একটি উৎসব ছিল তারপর উৎসবের শেষে দুই পক্ষের মধ্যে বাজনা বাজানো কে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি তারপর বচসা পরে ব্যাপক মারপিটে জড়িয়ে পড়েন দুই গ্রামের বাসিন্দারা।

ঘটনায় আহত হয় উভয় পক্ষের চারজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান হাড়োয়া গ্রামীণ হাসপাতালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হাড়োয়া থানার পুলিশ প্রশাসন। কিভাবে ঘটল এমন ঘটনা তা নিয়ে পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।