উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের করিডরে হৃদয়বিদারক ঘটনা। এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ হাসপাতালের করিডরে পড়ে থাকতেই তাতে হামলে পড়ে একদল কুকুর। দেহের বিভিন্ন অংশ ছিঁড়ে খুবলে খেয়ে ফেলে তারা। দীর্ঘক্ষণ ধরে চলা এই মর্মান্তিক ঘটনার সময় কর্তৃপক্ষের কোনো হস্তক্ষেপ চোখে পড়েনি। হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনায় মুখে কুলুপ এঁটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, করিডরে পড়ে থাকা দেহটি সকালে প্রথম দেখতে পান সাফাই কর্মীরা। রক্তে ভেসে থাকা করিডরের ছবি দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় হাসপাতাল প্রশাসনকে। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার পর হাসপাতাল চত্বরজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রশ্ন উঠছে, হাসপাতালের মতো জায়গায় কীভাবে একটি মৃতদেহ দীর্ঘ সময় ধরে পড়ে থাকল? কুকুরেরা কীভাবে অবাধে হাসপাতালের ভিতরে প্রবেশ করল? স্থানীয় পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। দেহ ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। সাধারণ মানুষ এবং রোগীর পরিজনদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।