কোচবিহারে ভয়ংকর রূপ ধারণ করেছে তোর্সা নদী। তোর্সা নদী দিয়ে ভেসে যায় একাধিক গাছের গুড়ি। ইতিমধ্যে তোর্সা নদীতে জল বাড়ার ফলে নদী পার্শবর্তী এলাকার বাসিন্দারা নিজেদের সামগ্রী সরাতে শুরু করেছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল উত্তরবঙ্গ জুড়ে শনিবার ও রবিবার ভাড়ী বৃষ্টিপাতের। সেই পূর্বাভাষ অনুযায়ী শনিবার রাত থেকে উত্তরবঙ্গ জুড়ে শুরু হয় ভাড়ী বৃষ্টিপাত। লাগাতার ভাড়ী বৃষ্টিপাতের জেরে জল বাড়তে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন নদীর।

ইতিমধ্যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের একাধিক জায়গায়। বিভিন্ন নদীর পাশাপাশি এদিন তোর্সা নদীতে জল বাড়তে শুরু করে৷ পাশাপাশি দেখা যায় তোর্সা নদীতে ভেসে আসছে একাধিক গাছের গুড়ি। ইতিমধ্যে তোর্সা নদীর পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা তাদের সামগ্রী সরাতে শুরু করে। কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, অতিবৃষ্টির ফলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে৷ কোচবিহারে ১৭২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গতকাল রাতে। এই বৃষ্টির ফলে শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। জল ধীরে ধীরে নামছে। ইতিমধ্যে প্রশাসনিক আধিকারিকগন গোটা বিষয়টির উপর নজর রাখছে৷ আগামীকাল মুখ্যমন্ত্রী উত্তরকন্যায় আসছেন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বলেও জানান তিনি।