ঘূর্ণাবর্ত বিহারের দিকে সরে গেলেও এখনই দক্ষিণবঙ্গ থেকে দুর্যোগ সরছে না। মৌসুমী অক্ষরেখা, নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের সাঁড়াশি আক্রমণে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে। অপরদিকে মৌসুমী অক্ষরেখা মুজাফফরপুর পূর্ণিয়া হয়ে বহরমপুরে উপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর দরুন উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গে শনি এবং রবিবার অতি ভারী বৃষ্টির চরম সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। সেখানে আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। এই ভারী বৃষ্টির দরুন পার্বত্য এলাকায় উত্তরবঙ্গে ধস নামার সম্ভাবনা থাকছে। নদীগুলোর জলস্তর বৃদ্ধি পাবে। নিচু এলাকা প্লাবিত হবে। শনিবার অতিবৃষ্টি চরম সতর্কতা রয়েছে কালিংপং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে।

অতিবৃষ্টির সতর্কতা দার্জিলিং এবং কোচবিহারে জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে উত্তর দিনাজপুরে মালদা এবং উত্তর দিনাজপুরে ।বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০- ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। রবিবারেও অতিবৃষ্টির চরম সর্তকতা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে দার্জিলিং ,কালিংপং ও কোচবিহার জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা ১০০ মিলিমিটার পর্যন্ত দেওয়া হয়েছে। বৃষ্টি ব্যাপক হতে পারে উত্তর দিনাজপুর জেলাতেও। সোমবার উত্তরবঙ্গের উপরের জেলা দার্জিলিং, কালিংপং , আলিপুর দুয়ার ,জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে ।ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মালদা ও উত্তর দিনাজপুর জেলায়। মঙ্গলবার থেকে শুক্রবার এর মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি কোচবিহারে ।তিস্তা, তোর্সা ,জলঢাকা নদীতে জলস্তর বাড়বে ।নিচু এলাকা প্লাবিত হবে ।দার্জিলিং, কালিংপং পার্বত্য এলাকায় ধস নামবে এমনটাই আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গে আগামী দিনগুলিতে সেভাবে দুর্যোগ হল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে না। দক্ষিণবঙ্গে বৃষ্টি ধীরে ধীরে কমবে বাড়বে আর্দ্রতা জনিত অসস্তি বুধবার পর্যন্ত বৃষ্টি কম থাকবে। তবে আগামী সপ্তাহে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে আর যেখানে বৃষ্টি হবে না সেখানে আদ্রতা জনিত অস্বস্তি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে। বীরভূম ,মুর্শিদাবাদ, নদিয়া ,পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। আগামী সপ্তাহের বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় বৃষ্টি বেশি বাড়বে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ দু- এক পশলা বৃষ্টি হবে।