আগামী ২১ জুলাই উত্তর কন্যা অভিযান হবে, ইতিমধ্যেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিজেপির যুব মোর্চার তরফ থেকে উত্তর কন্যা অভিযান নিয়ে অনুমতি চাওয়া হয়েছে।উত্তরকন্যা অভিযান নিয়ে পুলিশের অনুমতি না মেলায় আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি যুব মোর্চা। আজ শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে উত্তরকন্যা অভিযান নিয়ে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ বলেন রাজ্য পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে। বিজেপি যুব মোর্চার আন্দোলনকে ভয় পাচ্ছে রাজ্য সরকার। আর এই কারণেই উত্তর কন্যা অভিযানের অনুমতি মেলেনি। বর্তমানে রাজ্যের পরিস্থিতি নিয়ে রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে একগুচ্ছ ক্ষোভ প্রকাশ করেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ।