বিজেপির উত্তরকন্যা অভিযান, হাসিমারা, কালচিনি, জয়ঁগা, কুমারগ্ৰাম সহ বিভিন্ন এলাকা থেকে বিজেপি কর্মীরা শিলিগুড়ি উদ্দেশ্যে র ওনা দিচ্ছেন। কালচিনি বিজেপি বিধায়ক বিশাল লামা ও কুমারগ্ৰাম বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাঁও নেতৃত্বে শতাধিক বিজেপি কর্মী শিলিগুড়ি উত্তরকন্যা অভিযানে র ওনা দিল । তৃণমূলের দুর্নীতি, নারীদের সুরক্ষা প্রভৃতি বিষয় নিয়ে এই উত্তরকন্যা অভিযান বলে জানা যায়।
