ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার ডাকে সোমবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে “উত্তরকন্যা অভিযান”। সেই কর্মসূচিকে ঘিরে আগেই উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। সম্ভাব্য অশান্তি এড়াতে উত্তরবঙ্গের প্রশাসনিক সদর দফতর উত্তরকন্যা ভবনকে মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার বলয়ে।
সোমবার সকাল থেকেই উত্তরকন্যা চত্বরে চেকপোস্ট বসিয়ে চলছে কঠোর নজরদারি। ব্যারিকেড ঘেরা এলাকায় টহল দিচ্ছে RAF ও বিশাল পুলিশবাহিনী। প্রস্তুত রাখা হয়েছে জলকামানও। প্রত্যেকটি প্রবেশপথে চলছে মেটাল ডিটেক্টর ও পুলিশি তল্লাশি। উপস্থিত রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা, যাঁরা গোটা পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে প্রয়োজনে হস্তক্ষেপের প্রস্তুতি নিয়ে রয়েছেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, কোনওভাবেই জনজীবন ব্যাহত বা আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটতে দেওয়া হবে না।

প্রসঙ্গত, রাজ্যজুড়ে নারী নির্যাতন, উত্তরবঙ্গের প্রতি বঞ্চনা এবং আইনশৃঙ্খলার অবনতি-র প্রতিবাদে যুব মোর্চা এই অভিযান ডেকেছে। শিলিগুড়ির বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি সমর্থকেরা মিছিল করে উত্তরকন্যা অভিমুখে এগোনোর পরিকল্পনা নিয়েছেন। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তা নিশ্চিত করতেই এমন নিরাপত্তা ব্যবস্থা, বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। শহীদ সমাবেশে যোগ দিতে আসতে শুরু করেছেন শীর্ষস্থানীয় নেতৃত্বরা।
শিলিগুড়ি তিনবাত্তি মোড় থেকে এই মিছিল আর কিছুক্ষণের মধ্যেই উত্তর কন্যার উদ্দেশ্যে রওনা হবে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে বিজেপির কর্মকর্তারা এই অভিযানে অংশগ্রহণ করার উদ্দেশ্যে একে একে উপস্থিত হচ্ছেন।
এরপরেই শিলিগুড়ি চুনাভাত্তি এলাকায় একটি সভাও করবেন বলে জানা যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই এই মিছিল ধীরে ধীরে এগিয়ে যাবে উত্তর কন্যার দিকে। প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে বিশেষ আট সাটো ব্যবস্থা। আর কিছুক্ষণের মধ্যেই এই অভিযানে অংশগ্রহণ করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।