উত্তম কুমার ব্রজবাসীকে অসম সরকারের NRC এর নোটিশ ধরানো স্থানীয় ভূমিপুত্রদের কাছে অশনি সংকেত। আমরা এর বিরোধিতা করছি। পাশাপাশি এখানকার ভূমিপুত্ররা এতে আতঙ্কিত। মঙ্গলবার এমনটাই জানালেন রাজবংশী ভাষা একাডেমি র চেয়ারম্যান হরিহর দাস। এদিন তিনি বলেন, উত্তম বাবুরা ভূমিপুত্র। তারপরেও কেন তাকে নোটিশ ধরানো হল এতে আমরা আতঙ্কিত।

এদিন তিনি বলেন দিনহাটার সাদিয়াল কুটির বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে আসাম থেকে চিঠি পাঠানো হয়, যাতে তাকে প্রমান দিতে বলা হয় তিনি ভারতীয় নাগরিক। তিনি প্রমানসরূপ ১৯৬৬ ও ১৯৮৮ সালের ভোটার তালিকা দেওয়া হয় যাতে তার বাবার নাম রয়েছে। পরবর্তীতে এই প্রমান যথেষ্ট নয় বলে দাবী করা হয়। সেই সাথে আরো কিছু প্রমানসরূপ নথি দিতে বলা হয়। তা দিতে না পারলে উত্তম কুমার ব্রজবাসীকে অবৈধ ঘোষনা করা হবে বলে জানানো হয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান হরিহর দাস।