উচ্চমাধ্যমিক পরীক্ষা দেশের মধ্যে এবছর প্রথম দুটি ধাপে হতে চলেছে পশ্চিমবঙ্গে। সেপ্টেম্বর মাসে হবে প্রথম ধাপের পরীক্ষা। দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে। বুধবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে কোচবিহার জেলাশাসক বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে প্রস্তুতি সভা করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য, কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক রবি রঞ্জন, সদর মহকুমা শাসক কুনাল ব্যানার্জি, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কোচবিহার জেলার যুগ্ম আহ্বায়ক মানষ ভট্টাচার্য, ডিপিএসসি চেয়ারম্যান রজত বর্মা সহ, পুলিশ প্রশাসনের আধিকারিক, স্বাস্থ্য আধিকারিকরা। পর্ষদ সভাপতি বলেন এবারই যেহেতু প্রথম সেপ্টেম্বর মাসে পরীক্ষা হচ্ছে তাই পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে এই বৈঠক। সেপ্টেম্বর মাস হচ্ছে বর্ষা কাল, পরীক্ষা চলাকালীন সময়ে যাতে কোন সমস্যা না হয় সেই জন্যই এই বৈঠক। পরবর্তীতে বিভিন্ন বিদ্যালয়ের হেড মাস্টার সহ বিভিন্ন ভেনু সুপারভাইজার সহ হেড এক্সামিনারদের নিয়ে সভা করা হবে বলে জানান পর্ষদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
