উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার অন্তর্গত কাদা খাওয়া ও গোবিন্দপুরের মাঝামাঝি এলাকায় নদী পার হতে গিয়ে জলে তলিয়ে গেলেন এক বৃদ্ধ।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল প্রায় ৯টা নাগাদ। নিখোঁজ ব্যক্তির নাম ভালো মোহাম্মদ, যাঁর বাড়ি নন্দলারুখাওয়া এলাকায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, সকালবেলা নদী পার হওয়ার সময় তিনি হঠাৎই জলের প্রবল স্রোতে পড়ে যান এবং তলিয়ে যান। সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধারে চেষ্টা শুরু করেন।
প্রায় ৪ ঘন্টা পর সেই ব্যক্তিকে উদ্ধার করা হয় বলে জানা গেছে স্থানীয় সূত্রে। তাকে উদ্ধার করে ইসলামপুর মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে রামগঞ্জ ফাঁড়ির পুলিশ।
