ভূয়ো নথি দিয়ে জমি রেজিস্ট্রি করার চেষ্টায় ধৃত চার।পুলিশ সূত্রে জানাগিয়েছে ইসলামপুরের সাব রেজিস্ট্রার অফিসে চার ব্যাক্তি ভূয়ো কাগজপত্র জমা করে জমি রেজিস্ট্রি করার চেষ্টা করেছিল।কাগজপত্র যাচাইয়ের সময় সাব রেজিস্ট্রার দেখতে পায় তাদের দাখিল করা নথিপত্র ভূয়ো।তিনি সাথে সাথেই পুলিশকে অভিযোগ জানায়।অভিযোগের ভিত্তিতে পুলিশ রেজিস্ট্রার অফিস থেকে চার জনকে গ্রেফতার করেন।পুলিশ বুধবার ধৃতদের ইসলামপুর মহকুমা আদালতে তোলে।ধৃতরা হলেন আব্দুল হুসেইন, প্রদীপ দেবনাথ,কাদের ইসলাম,অনন্ত দেবনাথ।ধৃতরা প্রত্যেকেই ইসলামপুর থানা এলাকার বাসিন্দা।
