ইয়াবা ট্যাবলেট সহ একজনকে গ্রেফতার করলো সিতাই থানার পুলিশ। মঙ্গলবার সকালে সিতাই থানার পুলিশ সিতাইয়ের সাগরদিঘী ব্রিজ এলাকা থেকে হানিফ মিয়া নামে একজনকে প্রায় দেড় হাজার ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, এদিন গোপন সূত্রে খবরের ভিত্তিতে সেখানে নজরদারি চালাচ্ছিল পুলিশ। নজরদারি চালানোর সময় একটি বাইক আটক করে পুলিশ। সেই বাইক আটক করে তল্লাশি চালাতেই মেলে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া ওই ব্যক্তির বাড়ি সিতাইয়ের চামটা রাবনের টারী এলাকার। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট গুলি পাচারের উদ্দেশ্যে কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল কিনা সমস্ত বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। এদিন সাগরদিঘি ব্রিজে সিতাই থানার আইসি দীপাঞ্জন দাসের উপস্থিতিতে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। স্বাভাবিকভাবে পুলিশের বড়সড় সাফল্য হিসেবে দেখছেন অনেকেই।
