মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই আইনজীবীর। শনিবার রাতে পথ দুর্ঘটনাটি ঘটে ইটাহারের বালিয়াপাড়া সংলগ্ন চেংছিড়া এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। মৃত বাপ্পা দিত্ত বর্মন- এর বাড়ি হেমতাবাদের চৈনগর নগর এলাকায় এবং শুভজিত সাহা- এর বাড়ি রায়গঞ্জের বন্দর দেশবন্ধু পাড়া। পুলিস সূত্রে জানা যায়, শুভজিতের শ্বশুর বাড়ি গাজোলের ময়না এলাকায়। এদিন আদালতের কাজ সেরে শ্বশুর বাড়িতে স্ত্রী সন্তানের সঙ্গে দেখা করতে বাপ্পাকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় মালদহমুখী একটি ছোট গাড়ি পিছন থেকে তাদের বাইকে ধাক্কা মারে। জানা যায়, বাপ্পা বাইক চালাচ্ছিলেন। পথ দুর্ঘনার পর তারা রাস্তায় ছিটকে পড়েন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইটাহার থানার পুলিস। বাপ্পাকে তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ইটাহার হাসপাতালে ছুটে আসেন মৃতদের আইনজীবী সহকর্মী সহ তাদের পরিজনেরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় শুভজিতের। পুলিস সূত্রে খবর, ছোট গাড়িটি দু’জনের শরীরের উপর দিয়ে চলে যায়। পুলিস জানায়, মৃতদেহ গুলি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যালের মর্গে পাঠিয়েছে। ঘাতক ছোট চারচাকা গাড়ির তল্লাশি চালাচ্ছে পুলিস। রায়গঞ্জ জেলা আদালতের তৃণমূল লিগাল সেলের জেলা সভাপতি স্বরুপ বিশ্বাস জানান, সহ কর্মীদের এই মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছি না। আমরা তাদের পরিবারের পাশে আছি।