ইউজিসি সিএসআইআর নেট পরীক্ষায় জেআরএফ বিভাগে সারা ভারতবর্ষে দশম স্থান অধিকার করলেন জয়গাঁর যুবতী সুমনি রাই। মেয়ের এই কৃতিত্ব দেখে গর্বিত সুমনি রাই এর পরিবার। তার পার্সেন্টেজ ৯৯. ৫০%
অন্ধ্রপ্রদেশ চাকরি করছিলেন সুমনি রাই। সেখানে এক কলেজের লেকচারার ছিলেন তিনি। কিন্তু পড়াশুনোর টানে সেই চাকরি ছেড়ে নিজের বাড়িতে ২০২৩ সালে চলে আসেন তিনি। তারপর শুধুই পড়াশুনোর দিকে মনোযোগ। তৃতীয় বারের চেষ্টায় সফলতা এলো সুমনি রাই এর।এবারে তিনি পিএইচডি করবেন।সুমনির বিষয় ছিল বায়োলজি। তবে এই বায়োলজি বিষয়ের মধ্যে সব চাইতে বেশি তার ভালো লাগে মলিকিউলার সাইন্স।জয়গাঁতে একটি বেসরকারি ইংরেজি মাধ্যমের স্কুলে দশম শ্রেণী পর্যন্ত পড়াশুনো করেন তিনি। এরপর দ্বাদশ শ্রেণীর পড়াশুনো করেছেন শিলিগুড়ির এক কনভেন্ট স্কুলে। এরপর কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করেন অন্ধ্রপ্রদেশে। ২০২১ সালে স্নাতকোত্তর শেষ করে সেখানে এক কলেজে গেস্ট লেকচারার ছিলেন।সিএসআইআর নেট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে তার কথায়, ” চাকরি করে এই পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছিলাম। তাই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিলাম। চলে আসি, জয়গাতে আবার। তিনবারের চেষ্টার পর সফলতা পেলাম। আমি শুধু জানি নিজের উপর বিশ্বাস রাখতে। আগামীতে যারা এই পরীক্ষা দেবে তাদেরও এই কথাই বলবো। “