আসছেন শুভেন্দু অধিকারী কোচবিহারে তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি বিধায়ক আসছেন কোচবিহারে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোচবিহারে আগমনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। দুই রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা কোচবিহারে। কোচবিহার খাগড়াবাড়ি বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস ।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর রয়েছে কোচবিহার পুলিশ প্রশাসন। এদিন কোচবিহারের খাগড়াবাড়ি চৌপথী এলাকায় দেখা যায় কড়া পুলিশি নিরাপত্তা। খাগড়াবাড়ি এলাকায় উপস্থিত রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকগণ।