হ্যামিলটনগঞ্জ বাসরা নদী শ্মশান কালি মন্দিরে বার্ষিক পুজো উপলক্ষে কয়েক হাজার ভক্তবৃন্দের সমাগম হল মন্দির প্রাঙ্গণে।
এবছর ৪১তম পুজো। এই পুজো তান্ত্রিক মতে হয়। প্রতি বছরের ন্যায় এবছর ও বিহার, অসম সহ আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্ত প্রচুর ভক্তের সমাগম হয়েছে।
এই বার্ষিক পুজো উপলক্ষে মন্দিরে সামনে বসেছে ভাণ্ডারা। এছাড়া অগ্ৰগামী সংঘ ও লায়ন্স ক্লাব আলিপুরদুয়ার থেকে ভক্তদের মধ্যে ঠাণ্ডা পানীয় বিতড়ণ করা হচ্ছে। অগ্ৰগামী সংঘের সম্পাদক গোবিন্দ বাগচী জানান প্রতি বছর পুজো উপলক্ষে আমরা ঠাণ্ডা পানীয় বিতড়ণ করি।
