আলিপুরদুয়ার মাদারিহাটে হল়ং নদীতে রশি ধরে ঝুঁকি পূর্ণ যাতায়াত চলছে।
গত রবিবার প্রবল জলের স্রোতে ভেঙ্গে গিয়েছে কাঠের সেতু। পরবর্তীতে কুনকি হাতি ও আর্থ মুভার করে পর্যটকদের নিয়ে আসা হয়।

বর্তমানে নদীর দুধারে রসি বাঁধা আছে রসি ধরে নদী পারাপার চলছে।
যদিও ওপাশে কোনো গ্ৰাম নেই কিন্ত জলদাপাড়া টুরিস্ট লজের সমস্ত কর্মী বনদফতরের কার্যালয় আছে তার কর্মী ও আবাসন আছে বনদফতরের সেখানকার বাসিন্দারা হলং নদীতে এভাবে পারাপার করছে।