DIGITAL BANGLA NEWS

আপনার এলাকার খবর

আলিপুরদুয়ার পাটকাপাড়া এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মারপিট, জখম একাধিক

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা ভারত বন্ধের সমর্থন ও প্রতিবাদকে কেন্দ্রকরে পাটকাপাড়া এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মারপিট, আহত গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী সহ একাধিক, ঘটনাস্থলে আলিপুরদুয়ার থানার পুলিশ।
জানাগেছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক দাবিতে বুধবার সারা ভারত বন্ধের ডাক দেয় বিভিন্ন কেন্দ্রীয় শ্রমিক সংগঠন। সেই মত সকাল থেকে বিভিন্ন জায়গায় বনধ পালন করতে লক্ষ করা যায়। রাস্তাঘাট প্রায় জনশূন্য, সরকারি ছাড়া বেসরকারি পরিবহন ব্যবস্থা স্তব্ধ হয়ে যায়। একই রকম ভাবে জেলার বিভিন্ন চা বাগানগুলিতেও বনধ পালন করতে লক্ষ করা যায়।

একইরকম ভাবে আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের পাটকাপাড়া চা বাগানেও বনধ পালিত করতে লক্ষ করা যায়। সকাল থেকেই বনধ সমর্থকরা বাগানে প্রিকেট করতে থাকেন। কিন্তু অভিযোগ এলাকায় তৃণমূল নেতা লক্ষ্মীকান্ত রাভা ও তার সঙ্গীরাও দলের বিরুদ্ধে গিয়ে বনধ সমর্থনের পক্ষে শায় দেন। তাতেই বন্ধের বিরোধিতায় প্রচারে নামা তৃণমূলের অপর গোষ্ঠীর সঙ্গে বাদানুবাদ শুরু হয়। এদিন দুপুর নাগাদ দুই পক্ষের বাদানুবাদ চরমে ওঠে এবং মারপিট শুরু হয়। সেই মারপিটে লক্ষীকান্ত রাভা দলবল নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান শেফালী রায় এর স্বামী রনজিৎ কুমার রায় তাদের লোকেদের বেপরোয়া মারপিট করেন। তাতেই গুরুতর আহত হন রনজিৎ কুমার রায় ও একাধিক ব্যক্তি। এদিন আহতরা আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসা করিয়ে আলিপুরদুয়ার থানায় পুলিশের দারস্থ হন। এমনকি মারপিটকে কেন্দ্র করে ২ রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠেছে একদলের পক্ষ থেকে। জানা যায় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে আলিপুরদুয়ার থানায় অভিযোগ দায়ের করতে হাজির হন। এদিকে ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে হাজির হন মহকুমা পুলিশ আধিকারিক। এলাকায় শাসক দলের দুই গোষ্ঠীর হাতাহাতি নিয়ে ব্যাপক উত্তেজনা রয়েছে।

শেয়ার করুন...

Facebook
Twitter
WhatsApp
Telegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নতুন খবর আবার পড়ুন

বনদপ্তরের জমি দখল করে বহুতল নির্মাণ , টাকার বিনিময়ে মালিকানা হাত বদলের অভিযোগ বাজার পরিচালন সমিতির বিরুদ্ধে

বনদপ্তরের জমি দখল করে বহুতল নির্মাণ। মোটা টাকার বিনিময়ে মালিকানা

Read More »