আলিপুরদুয়ার জেলার শামুকতলা বাজারে চুরির ঘটনা নিয়ে চাঞ্চল্য । শামুকতলা থানার এক কিলোমিটারের মধ্যেই শামুকতলা চৌপথীতে পাশাপাশি থাকা তিনটি দোকানে চুরির ঘটনায় আটক করা হয়েছে এক নাবালক এবং এক নাবালিকাকে। রীতিমতো ভোর সাড়ে চারটা নাগাদ দোকানের ভিতর থেকে এক নাবালিকাকে বের করা হয় নাবালিকার ছোট ভাই বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল।

যদিও এলাকার বাসিন্দারা বলছেন এই চুরির পিছনে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে। মোবাইলের দোকান নূর মহম্মদ সহ দেবব্রত পাল এবং পাশে থাকা একটি কেকের দোকানের তালা ভেঙ্গে দোকানে ঢুকে ওই নাবালিকা। একটি লোহার রড উদ্ধার হয়েছে তাদের কাছ থেকে আটক করার দুজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে তাদের সঙ্গে আরেকজন ছিল তদন্তের সাথে তার নাম গোপন রাখা হয়েছে। রাতভর পুলিশ টহলদারি থাকা সত্ত্বেও শামুকতলা চৌপথীর এমন ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।