বীরপাড়া ২০৪ গ্রামের মতো ব্রাউন সুগার উদ্ধার করল আলিপুরদুয়ার জেলা স্পেশাল অপারেশন গ্রুপ জেলা পুলিশ ও বীরপাড়া থানার পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে বীরপাড়া গেরগান্ডা ব্রিজ এর কাছে ২জনকে আটক করে তল্লাশী চালিয়ে তাদের কাছ থেকে ২০৪ গ্রামের ব্রাউন সুগার উদ্ধার করে বীরপাড়া থানার পুলিশ। একজনের নাম রাহুল হক ও শাহজাদ হোসেন । পুলিশ জানান ব্রাউন সুগারের বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা।