আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি মিশন হাই স্কুলের এক শিক্ষিকাকে মানসিকভাবে নির্যাতনের অভিযোগ উঠল দুই শিক্ষিক এক শিক্ষিকার বিরুদ্ধে । ঘটনায় প্রশাসনের দারস্থ হয়েছেন ওই শিক্ষিকা । কামাখ্যাগুড়ি মিশন স্কুলের শিক্ষিকা মনোরমা নার্জিনারীকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে এমনটাই অভিযোগ উঠেছে স্কুলের তিন সহকর্মীর বিরুদ্ধে। অভিযোগ দায়ের করেছেন আলিপুরদুয়ার জেলা প্রশাসনের কাছে ওই শিক্ষিকা । শিক্ষিকা মনোরমা নার্জিনারী জানিয়েছেন গত বুধবার তিনি জেলা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। এদিকে অভিযোগ দায়ের হওয়ার পরেই তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন।

তিনি অভিযোগ তুলেছেন স্কুলের তিনজন সহকর্মীর সঞ্চয়িতা নাগ লিপক দেবনাথ সহ স্কুলের টিআইসি মুস্তাক আহমেদ এর বিরুদ্ধে । দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে তাকে মানসিক নির্যাতন এবং জাতিগত বৈষম্য ও মৌখিকভাবে অপমান করে চলেছেন তারা। এমনকি তিনি স্কুলে ছুটি চাইলেও তাকে দেওয়া হয়নি। স্কুলের তিন সহকর্মীর কাছ থেকেই তিনি নানাভাবে মানসিক আঘাত পাচ্ছেন দীর্ঘদিন ধরেই এমনই অভিযোগ ওই শিক্ষিকার । তবে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা কোন রকম মুখ খুলতে রাজি হয়নি। তবে স্কুল পরিদর্শক রবিনা তামাং জানিয়েছেন অভিযোগ পেয়েছি তদন্ত শুরু হয়েছে। তবে স্কুলের সহকর্মীর বিরুদ্ধেই অভিযোগ দায়ের হওয়ার পরেই শিক্ষক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে । এই বিষয়ে কামাখ্যাগুড়ি মিশন হাইস্কুলের পরিচালন কমিটির সভাপতি মিহির নার্জিনারি বলেন ,ওই শিক্ষিকার অভিযোগ ভিত্তিহীন । ওই শিক্ষিকা স্কুলের গাইডলাইন মেনে চলছেন না । জাতিগত কোন অপমান তাঁকে করা হয়নি।