প্রকাশ্য দিবালকে এক মহিলার গলার থেকে সোনার চেন ছিনতাই এই ঘটনায় শোরগোল এলাকায় । শুক্রবার ঘটনাটি ঘটেছে কামাখ্যাগুড়ি কলেজ সংলগ্ন এলাকায়। জানাগিয়েছে এক মহিলা ব্যাঙ্কে যাবার সময় দুইজন বাইকে করে এসে ওই মহিলাকে আটকে জিজ্ঞাসা করেন বিষ্ণু কুণ্ডুর বাড়ি কোথায় এরপরই হঠাৎ গলা থেকে চেন টেনে ছিড়ে চম্পট দেয় দুস্কৃতিরা। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় কামাখ্যাগুড়ি ফাঁড়ির ওসি প্রদীপ মণ্ডল । তবে প্রকাশ্যে দিবালোকে ছিনতাই ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে কামাখ্যাগুড়ি এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির ওসি প্রদীপ মণ্ডলে নেতৃত্বে সাদা পোষাকের পুলিশ বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে ।
