আর্থিক প্রতারণা মামলায় বড় সাফল্য কোচবিহার জেলা পুলিশের সাইবার ক্রাইম থানার। ইন্সুরেন্স কোম্পানির নাম করে দুটি আর্থিক প্রতারণার ঘটনার তদন্ত করে উত্তর ২৪ পরগনার মোহনপুর থানার দেবপুকুর থেকে সঞ্জয় কুমার ধর নামে একজনকে গ্রেপ্তার করে সাইবার থানার পুলিশ। এদিন সাংবাদিক বৈঠক করে কোচবিহারে জানালেন পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য্য। এদিন কোচবিহার আরক্ষা ভবনে অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনাকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করে পুলিশ সুপার জানান।

কোচবিহার জেলা পুলিশের সাইবার ক্রাইম থানায় ২০২২ এর একটি এবং ২০২৪ এর অক্টোবর মাসের একটি কেস ছিল। এই কেসগুলোতে বহু টাকা তসরুপের ঘটনা ঘটে। মূলত ইন্সুরেন্স কোম্পানির নাম করেই এই প্রতারণা গুলো করা হয়। এই মামলার তদন্তে নেমেই পুলিশ অভিযুক্ত সঞ্জয় কুমার ধর কে গ্রেফতার করেছে। অভিযুক্তের প্যান কার্ড এবং একাউন্ট এই তোতরান্নার কাজের সঙ্গে যুক্ত ছিল। তদন্ত করে দেখা গেছে অভিযুক্ত আরও অনেক সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত রয়েছে। এবং বহু টাকা এভাবে তছরুপ করেছে। তার অ্যাকাউন্ট চেক করে দেখা গেছে এককালীন এক একটি একাউন্টে তিন কোটি টাকার মতো ছিল। অভিযুক্তকে পুলিশ রিমান্ডে নিয়ে এ বিষয়ে আরো তদন্ত করা হবে।