আরটিও অফিস থেকে টোটো মুক্তির দাবিতে কোচবিহার জেলাশাসক দপ্তরে ডেপুটেশন দিলেন টোটো চালকরা।
শুক্রবার দুপুরে কোচবিহার শহরের দেবী বাড়ি সংলগ্ন এলাকা থেকে তারা একটি মিছিল করে কোচবিহার জেলা শাসক দপ্তরে আসে এবং সেখানে বিক্ষবে শামিল হয় সেখানে তারা জানান তাদের টোটোগুলি আরটিও অফিসে আটকে রাখা হয়েছে ফলে তারা খুবই সমস্যায় রয়েছে তাই টোটো গুলি মুক্তির দাবিতে এই দিন তারা কোচবিহার জেলার শাসক দপ্তরে ডেপুটেশন দিতে এসেছে। এছাড়া তারা আরো জানান যদি তাদের টোটো মুক্ত করে না দেওয়া হয় সে ক্ষেত্রে তারা বৃহত্তর আন্দোলনে নামবে।
