আমের চারা গাছ ভেঙ্গে নষ্ট করে দেওয়ার মিথ্যা অপবাদ দিয়ে ছেলেকে গাছে বেঁধে মারধর।আর যাকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে ধুন্ধুমার কান্ড।জখম দুই।হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার পশ্চিম রাড়িয়া গ্রামে।আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।অভিযোগ দায়ের থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মসিউর রহমানের বাড়ির পিছনে থাকা আমের চারা গাছ ভেঙ্গে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠে প্রতিবেশী আজাদ আলির নাবালক ছেলে শাহানাওয়াজ আলির বিরুদ্ধে।গাছ মালিক মসিউর বলতে গেলে অভিযুক্ত আজাদের পরিবার তার বাড়িতে চড়াও হয়ে তাকে এবং তার পরিবারকে মারধর করে বলে অভিযোগ।

লোহার রড ও ইঁট দিয়ে মসিউরকে আঘাত করে জখম করে দেন।পরিবারের লোকেরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যায়।বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। আহত মসিউরের স্ত্রী মমতাজ খাতুন বলেন, আমের গাছ নষ্ট করে আমাদেরকেই মারধর করেছে।স্বামীকে বেধরক মারধর করে জখম করে দিয়েছে।আমার পড়নের কাপড় ছিঁড়ে দিয়েছে।থানায় অভিযোগ দায়ের করেছি।
অভিযুক্ত আজাদ আলি বলেন,গাছটি কে বা কারা নষ্ট করেছে বলতে পারছি না।আমার ছেলের উপর মিথ্যা দোষারোপ চাপিয়ে তাকে বেঁধে মারধর করছিল। প্রতিবাদ করতে গেলে তারাই আমাদেরকে মারধর করেছে। আমার মা কে জখম করে দিয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছে।