বৃহস্পতিবার সকালে আমবাড়ি গজল ডোবা তিস্তা ক্যানেল থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ।এদিন তিস্তা ক্যানেলের জলে দেহটিকে ভেসে আসতে দেখেন পথ চলতি মানুষেরা।
এরপর খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে। পুলিশ পৌঁছে অবশেষে ফুলবাড়ী সংলগ্ন ছোবাভিটা এলাকা থেকে দেহটিকে উদ্ধার করে। তবে তার নাম পরিচয় জানা যায়নি। দেহ উদ্ধার করে পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। তার বয়স আনুমানিক 40 বছর।5 থেকে 6 দিনের দেহ হতে পারে বলেই অনুমান উদ্ধারকারীদের
