কাঁচা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনার তালিকায় দেখাচ্ছে পাকা বাড়ি ।ঘটনায় হতাশ হয়ে পড়েছে হতদরিদ্র দিনমজুর একটি পরিবার। ঘটনায় আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত হয়ে হতাশ হয়ে পড়েছেন পরিবারটি। জানা গিয়েছে তুফানগঞ্জ এক ব্লকের অন্তর্গত অন্দরন ফুলবাড়ী দুই গ্রাম পঞ্চায়েতের বিলসি এলাকার বাসিন্দা হতদরিদ্র ও দিনমজুর জহিরুল মিয়া ও তার স্ত্রী আম্বিয়া বিবি। হত দরিদ্র পরিবারের জহিরুলের জায়গা জমি বলতে কিছুই নেই। এক টুকরো জমিতে কোনমতে বাড়ি করে রয়েছেন।

দিনমজুরি করে চলে সংসার। ঘর বলতে কোন মতে পুরনো টিনের একটি ছাপরা ঘর।। সেখানেই স্বামী স্ত্রী দুজনেই থাকেন। বৃষ্টি হলে ঘরে জল পড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দরিদ্রদের জন্য আবাস যোজনার ঘর দেওয়ার কথা ঘোষণা করলে ভীষণ খুশি হয়ে পড়ে জহিরুল ও তার স্ত্রী আম্বিয়া। ইতিমধ্যে তার বাড়িতে প্রশাসনের তরফে সার্ভে করা হয়। জহিরুল ও আম্বিয়া ভেবেছিলেন হয়তো এবারে তাদের দুঃখ ঘুচবে । ছাদের তলায় ঘুমোতে পারবেন তারা ।কিন্তু সে আশা আর পূরণ হলো না ।যখন জানতে পারলেন প্রথম ধাপের তালিকায় নাম নেই জহুরুল ও আম্বিয়া বিবির ।সকলে আশ্বস্ত করেছিলেন সম্ভবত দ্বিতীয় তালিকায় নাম থাকবে কিন্তু দ্বিতীয় তালিকা প্রকাশিত হতেই সেখানেও নাম নেই।বিষয়টি নিয়ে অঞ্চলে এবং বিডিও অফিসে যোগাযোগ করলে দেখতে পান হতদরিদ্র জহিরুল হক ও তার স্ত্রী আম্বিয়া বিবির আইডি সহ নামের পাশে জ্বলজল করছে তার নাকি পাকা বাড়ি রয়েছে ।পরিবার টি বিডিও র দ্বারস্থ হলে সেখান থেকে পাঠানো হয় অঞ্চলে। অঞ্চল অফিসে গেলে পাঠানো হয় BDO তে।এরকম পরিস্থিতিতে একেবারে ভেঙে পড়েন পরিবারটি। এ বিষয়ে মহকুমা শাসক বাপ্পা গোস্বামী জানান অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।