
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্টের লোকনাথ বাজারের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুট।
রাত তিনটে নাগাদ একটি টাটা সুমো করে দুষ্কৃতীরা এসে ওই এটিএম এর মেশিন গ্যাস কাটার দিয়ে কেটে সর্বস্ব নিয়ে পালায়। এরপর আগুন ধরে যায় এটিএমে।
অপারেশন করে বেরোনোর সময় আশিঘর আউটপোষ্টের পুলিশ ভ্যানের নজরে পড়ে যায় ওই টাটা সুমো। এরপর পুলিশ দুষ্কৃতীদের তাড়া করে পুলিশ। শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস হয়ে আসিঘর মোড় হয়ে ঘোগোমালি হয়ে দ্রুতগতিতে ছুটতে থাকে টাটা সুমো। একটু তাড়া করলেও পুলিশে দুষ্কৃতিদের ধরতে পারেনি। আশিঘর আউট পোস্টের পুলিশ তড়িঘড়ি সমস্ত থানা কে সতর্ক করে।

ওই এটিএম গ্যাস কাটার দিয়ে কাটার সময় আগুন লেগে যায়। পুলিশ তড়িঘড়ি খবর দেয় দমকল বিভাগকে। ঘটনাস্থলে ছুটে আসে ডাব গ্রাম ফুলবাড়ী দমকল বিভাগের একটি ইঞ্জিন। দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে ছুটে আসেন আইসি ভক্তিনগর এবং ডিসিপি ইস্ট রাকেশ সিং। ব্যাংকের এককর্মীর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রায় কুড়ি লক্ষ টাকা লুট হয়েছে। তবে এখনো পর্যন্ত ব্যাংক বিষয়টি নিয়ে পুলিশকে কিছু জানায়নি। এটিএম এর পাশে একটি ফাঁকা জায়গায় tata sumo দাঁড় করিয়ে এই অপারেশন চালানো হয়। পুরো অপারেশনটি যাতে সিসিটিভির মধ্যে না আসে সেই কারণে সিসিটিভিতে স্প্রে করে দিয়েছিল দুষ্কৃতীরা। ঘটনার খবর পাওয়ার পর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানা কে সতর্ক করার পাশাপাশি জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার জেলা, দার্জিলিং জেলা, উত্তর দিনাজপুর জেলা পুলিশকে সতর্ক করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। ট্যাক্সি নম্বরের একটি টাকা সুমো করে এই অপারেশন চালায় দুষ্কৃতীরা। জানা গিয়েছে টাটা সুমোটি সাদা রংয়ের।